ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আহম্মেদ আল রিপন, দামোদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মোল্যা, আঃ রশিদ জমাদ্দার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াসিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স, নব-নির্বাচিত ইউপি সদস্য সুমন মোল্যা প্রমুখ। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আহম্মেদ আল রিপন বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে লটারীর মাধ্যমে ২৫ জন কৃষকের নিকট থেকে ২৭ টাকা দরে ৭৫ মেট্রিক টন ধান ও ৯ চালকল মালিকের নিকট থেকে ৪০ টাকা দরে ৩ হাজার ২’শ ১৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালের ২৮ ফেব্রয়ারী পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হবে।