ফুলতলায় গ্রাম আদালত সক্রিয়করনে কমিউনিটি মতবিনিময় সভা

প্রকাশঃ ২০১৭-১১-০৮ - ২০:৪৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্পের এক কমিউনিটি মতবিনিময় সভা ফুলতলার দামোদর ইউপি কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলু। ইউপি সচিব রজিবুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোশারফ হোসেন মোড়ল, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ইউপি সদস্য মিসেস কেয়া খাতুন, শামসুন্নাহার, আকলিমা বেগম, শেখ আঃ রশিদ, ইব্রাহিম গাজী, শেখ নজরুল ইসলাম, গাজী আলমগীর হোসেন, মোঃ তৌহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শেখ আঃ জলিল, হুমায়ুন কবির, মোঃ আলমগীর হোসেন নিলু, এমরানুর রহমান বিল্পব, রেঞ্জুয়ারা বেগম প্রমুখ। প্রসংগতঃ ইতোমধ্যে উপজেলার আটরা গিলাতলা, জামিরা ও ফুলতলা সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত মতবিনিময় সভা সম্পন্ন হয়।