ফুলতলা অফিসঃ মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি,-এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষে ৭দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দায়িত্বপ্রাপ্ত) মোছাঃ শাহানাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, ওসি মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফারজানা ফেরদৌস নিশা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার। বিআরডিবি কর্মকর্তা আফরুজ্জামানের পরিচালনরায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সমাজ সেবা কর্মকর্তা শাহীন আলম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসমা হক আইরিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আকরাম হোসেন, প্রসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সফল মৎস্য চাষি হুমায়ুন কবির, প্রভাষক রেজাউল ইসলাম, মোঃ ওহিদুজ্জামান, শেখ সালেহীন, এস এম ফয়সাল নেওয়াজ, দেবপ্রসাদ মন্ডল প্রমুখ। এর পূর্বে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।