ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ জেলা জাপার সহ-সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম জোহর আলী মোড়লের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল বুধবার সন্ধ্যায় ফুলতলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আঃ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাপা সভাপতি মোঃ শাহীদ মোড়ল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপা নেতা হাকিম আর এস হাফিজ, কামরুজ্জামান রজব, আনোয়ার হোসেন, আমিনুর ইসলাম, অবেদ আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ আসলাম হোসেন, ওলিয়ার রহমান, রইচ মল্লিক, জালাল মৃধা, আঃ রশিদ সরদার, শ্রমিক নেতা হাফিজুর রহমান বিশ্বাস, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ তৈয়েব আলী।