ফুলতলায় জুয়ার আসর থেকে টাকা ও সরঞ্জামসহ ৯ জুয়াড়ি আটক

প্রকাশঃ ২০২০-০৭-২২ - ১৯:৫২

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ থানা পুলিশের বিশেষ অভিযানে বুধবার বিকালে ফুলতলা সরকারি মহিলা কলেজ গেট এলাকা থেকে নগদ টাকা, জুয়া খেলার তাসসহ ৯ জুয়াড়িকে আটক করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হলে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি মেঃ মনিরুল ইসলাম জানায়, ফুলতলা সরকারি মহিলা কলেজ গেটের পাশে জাহিদের চায়ের দোকানের ভিতরে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ’র নেতৃত্বে বুধবার বিকাল ৩ টায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ জুয়া খেলার নগদ ৩৯ হাজার ৬শ’ ৭০ টাকা, ৬ সেট তাসসহ ৯ জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হলো ফুলতলার আলকা গ্রামের আইনাল ব্যাপারীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৪০), আঃ রউফ মোল্যার পুত্র বিল্লাল মোল্যা (৩৫), ডুমুরিয়া হাসানপুর গ্রামের মোঃ আমিরুল মোড়লের পুত্র মোঃ জুয়েল মোড়ল (২৭), আলকা গ্রামের মৃতঃ আমজাদ মোল্যার পুত্র মিলন মোল্যা (৩৪), আব্দুল খালেক শেখের পুত্র আঃ রহিম শেখ (৪০), মোঃ ইসারাত শেখের পুত্র মোঃ পারভেজ শেখ (২৬), গাড়াখোলা গ্রামের মোঃ হযরত আলীর পুত্র মোঃ মাঈনুল ইসলাম মিঠু (২৮), আলকা গ্রামের বিশ্বনাথ বাড়ই’র পুত্র বিজয় বাড়ই (৩০) ও হাকিম ফারাজির পুত্র ও চায়ের দোকানদার মোঃ জাহিদুল ফারাজি (২৮)। এসআই জাহিদুর রহমান জুয়া আইনে বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং-৯) দায়ের করেন।