ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভ্যন্তরে গিয়ে রোগী ও তাদের স্বজনদের উপর হামলা ও কুপিয়ে জখম করার মামলার আসামী দামোদর সাহাপাড়া এলাকার তানজিলা পরিবারের অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয। এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কের নতুনহাট স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ কর্মসূচি পালিত হয়। ইমরানুল রহমান বিপ্লবের সভাপতিত্ব আরও বক্তৃতা করেন নূর ইসলাম, জামাল শেখ, আরশাদ আলী শেখ, আনোয়ার হোসেন, টিটো শেখ, ইকলাজ মোল্যা, ময়না খাতুন, রেখা বেগম, রকিবুল ইসলাম শেখ, মনিরা পারভীন, আবুল কালাম, রাবেয়া সুলতানা, নাসরিন বেগম, কওছার আলী, ছলেমান শেখ প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, তানজিলার পরিবারের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। তারা বিভিন্ন সময়ে এলাকার নিরিহ মানুষের ওপর হামলা, নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করে আসছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।