ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ করোনায় কর্মহীন হয়ে পড়া মটর শ্রমিক ইউনিয়ন (১১১৪) ফুলতলা শাখার অসহায় শ্রমিকেরা সরকারি ত্রানের দাবিতে বুধবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ড এলাকা অবরোধ করে। এ সময় মটরশ্রমিক ফুলতলা শাখা সভাপতি ওয়াহিদ মুরাদ পিন্টু ও সাধারণ সম্পাদক সনজিৎ বসু প্রমুখ নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, করোনায় প্রায় দেড় মাস কর্মহীন হয়ে পড়েছে ফুলতলা এলাকার বাস, ট্রাক, পিকআপ, মাইক্রো, থ্রি-হুইলার, ইজিবাইকের সহস্রাধিক শ্রমিক। ফলে সহস্রাধিক অসহায় মটর শ্রমিক পরিবার অর্ধহারে ও অনাহারে দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সরকারি ত্রান প্রদানের প্রতিশ্রুতি দিয়ে দফায় দফায় শ্রমিকদের পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিলেও আজ পর্যন্ত তাদের মাঝে কোন ত্রান বা খাদ্য সহায়তা পৌঁছায়নি। অবিলম্বে সরকারি ত্রান সহায়তা না পেলে পরিবার পরিজন নিয়ে আমরণ সড়ক অবরোধের ঘোষনা দেয়া হয়। কর্মসূচি চলাকালে এক পর্যায়ে ইউএনও পারভীন সুলতানা ও পুলিশ প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনিস মোল্যা, হান্নান সরদার, আলম শেখ, ধীমান চন্দ্র পাল, কামাল হাওলাদার, চিত্তরঞ্জন দাস, শহিদুল ইসলাম, আব্বাস শেখ, লাভলু নকিব, সালাম গাজী, আসলাম খান, আমির হোসেন, শহিদ মাতুব্বর, সোহেল গাজী প্রমুখ।