ফুলতলায় নতুন করে কলেজছাত্রীসহ করোনা পজেটিভ ১০ মোট আক্রান্ত ১৯

প্রকাশঃ ২০২০-০৬-১৮ - ২৩:৫১

তাপস কুমার বিশ্বাসঃ খুলনার ফুলতলায় নতুন করে কলেজছাত্রীসহ ১০ ব্যাক্তির শরীরে কোভিট-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে ফুলতলা উপজেলায় মোট আক্রান্ত সংখ্যা দাড়ল ১৯ জনে।

বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআরের রিপোর্ট অনুযায়ী শিরোমনি কাজী মনির হোসেন (৬৩), তার কলেজ পড়–য়া কন্যা প্রথম বর্ষের ছাত্রী তারিনা মাহজাবিন (১৯), একই এলাকার আব্দুল কাদির (৩৮) এবং গাবতলি গ্রামের ইমন হোসেন (২০), দামোদর গ্রামের মোঃ রফিকুল ইসলাম (২৬), সাহাপাড়ার অশোক সাহার পুত্র পলাশ সাহা (৩৩) এবং ফুলতলা হাসপাতালের কর্মচারী দেলোয়ার হোসেন (৫৪), জামিরার শাহারিয়ার (২৫) অভয়নগর রাজঘাট এলাকার (ফুলতলা হাসপাতালে রিপোর্ট প্রদান করে) মোঃ আমিরুল ইসলাম (৪০)।

হাসপাতাল সূত্র জানায়, গত ১০ জুন কোভিট-১৯ পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। ৮দিন পর বৃহস্পতিবার(১৮ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর থেকে কোভিট-১৯ এ পজেটিভ রিপোর্ট প্রকাশ পায়।

প্রসঙ্গতঃ এর পূর্বে ফুলতলার দামোদর সাহাপাড়া এলাকায় দূর্গাপদ সাহার পুত্র সুমন সাহা (৩৮), ইস্টার্ন জুট মিলস লিমিটেডের ডেপুটি ম্যানেজার (একাউন্স এন্ড ফাইনান্স) মোছাঃ শারমীন আক্তার (২৭), একই মিল শ্রমিক ও অভয়নগরের নাউলী গ্রামের মোঃ ইবাদ আলী শেখের পুত্র মোঃ আজিজুর শেখ (৩৮), মিল শ্রমিক ও একই গ্রামের আজিবর শেখ এর স্ত্রী পারুল বেগম (২৯) এবং মিল শ্রমিক ও ফুলতলার (এম এম কলেজের পাশে) পয়গ্রামের কামরুজ্জামান ওরফে সনুর পুত্র মেহেদী হাসান (২৫) এবং ইস্টার্ন জুট মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপক (এক্সপোর্ট) মোঃ পারভেজ হোসেন (৪৩), ফুলতলায় আগত পুলিশের এএসআই মাহমুদ (৩২) কোভিট-১৯ এ পজেটিভ রিপোর্ট প্রকাশ পায়।