ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের লক্ষে রাজতৈনিক দল, সুধী সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারী উন্নয়ন ফোরাম অপরাজিতা ফুলতলার উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা । উপজেলা সমন্বয়কারী নীতিশ মন্ডলের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন বিএনপির যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ওয়ার্কার্স পার্টি নেতা প্রভাষক গৌতম কুন্ডু, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা, আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন। অনুষ্ঠানে মনিটরিং অফিসার জেনিভা সেলিনা পারভীন, সুমী খাতুন, শাপলা সুলতানা লিলি, হালিমা খাতুন, সীতা রানী রায়, সোনালী আক্তার, আকলিমা খাতুন, বেগম শামছুন্নাহার, শরিফা বেগম, পায়রা বেগম, রাজিয়া সুলতানাসহ উপজেলার অপরাজিতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির নিকট স্থানীয় সরকারে ও রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩% প্রতিনিধিত্ব বাস্তবায়নের জোর দাবি জানান।