তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)// ফুলতলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া নির্মানাধীন ঘর পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দক্ষিণডিহি গ্রামে নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, ওসি মোঃ ইলিয়াজ তালুকদার, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবুল বাশার, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া তৃতীয় পর্যায়ে ৭৭টি ঘর নির্মান হবে। এই ঘরগুলো নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে।