তাপস বিশ্বাস, ফুলতলা (খুলনা) : খুলনার ফুলতলা বাজারের হাজী মার্কেটে গুড়ি গুড়ি বৃষ্টিতে আধাভেজা আনুমানিক ৩০ বছর বয়সই রুম্মান হোসেন বিশ্বাস মৃত ব্যক্তিকে দাফনের জন্য কাফনের কাপড় কিনতে সাহায্যের আবেদন জানাচ্ছে। তার আবেদনে বৃহস্পতিবার রাতে মার্কেট ব্যবসায়ীরা সাধ্যমত সাড়া দেয়। প্রয়োজনমত টাকাও সংগৃহিত হয়। তবে বিপত্তি দেখা দেয় অন্যখানে। মার্কেটের ঔষধ ব্যবসায়ী রিপন রাহা (৩২) আদায়কারী রুম্মানকে নগদ টাকা না দিয়ে একটি দোকান থেকে কাফনের কাপড় কিনে দেয়। তাঁর দোকানের কর্মচারী মোঃ রিপনকে দিয়ে মটরসাইকেলে করে রুম্মানের ভাষ্যানুয়ায়ী দামোদর উত্তরপাড়ায় হাজির। কিন্তু কোথাও কোন মৃত ব্যক্তির সন্ধান মেলেনি। এমনকি গত কয়েক দিনের মধ্যে ঐ এলাকায় কেউ মারা যায়নি বলে জানান স্থায়ীয় ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ পারভেজ মুক্ত। শেষটায় ফিরিয়ে আনা হয় কাফনের কাপড়সহ প্রতারক রুম্মানকে । সে ফুলতলা গোডাউন এলাকার আতিয়ার বিশ্বাসের পুত্র এবং পেশায় গার্লস স্কুলের সামনে একটি স’মিলের শ্রমিক বলে জানায়। জনরোষে এক পর্যায়ে নেশার টাকা জোগাড় করতে মৃত ব্যক্তির কাফনের কাপড় কেনার নামে টাকা তোলার কথা স্বীকার করে। এ সময় ওসি মুন্সী আসাদুজ্জামান ও ওসি তদন্ত সানওয়ার হুসাইন মাসুম ঘটনাস্থলে এসে জনতার জনরোষ থেকে প্রতারক রুম্মানকে উদ্ধার করে।