ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা পদ্মা সল্ট ক্রাশিং ইন্ডাঃ (প্রাঃ) লিঃ এর উদ্যোগে নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই) বাংলাদেশের সহযোগিতায় সোমবার সকাল ১০টায় ফ্যাক্টরী চত্ত্বরে হাইড্রোলিক পুশার সেন্ট্রিফিউজ মেশিন এর উদ্বোধন করেন বিসিক উপ-সচিব মোঃ আতাউর রহমান সিদ্দিকী। হাজী আব্দর রহিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক সিআইডিডি ইঞ্জিঃ মোঃ শফিকুল আলম, প্রোগাম অফিসার এনআই ড. আশেক মাহফুজ । এ সময় প্রধান অতিথি বলেন, উন্নত প্রযুক্তির ব্যবহার ও টেকসই উন্নয়নে জন্য আয়োডিনযুক্ত লবন ব্যবহারে রোগ মুক্তি ও বুদ্ধিদীপ্ত উন্নত জাতি গঠন করা সম্ভব। তিনি সকলকে আয়োডিযুক্ত লবন ব্যবহারের আহবান জানান।