ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ প্রতিবেশির বাড়িতে ৩ মাস বয়সী গরুর বাছুর প্রবেশ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বর্ণ বেগম (৪০) নামে এক গৃহবধু গুরুতর জখম হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায় ফুলতলার গাড়াখোলা গ্রামে। তিনি ঐ গ্রামের মোঃ তোতা আকুঞ্জীর স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, তোতা আকুঞ্জীর গুরুর বাছুর প্রতিবেশি আবজাল আকুঞ্জীর বাড়ি ঢুকে পড়ে। এ সময় স্বর্ণা বেগম বাছুরটি আনতে গেলে আবজাল আকুঞ্জীর স্ত্রী সাহিদা বেগম ও পুত্র বাপ্পি আকুঞ্জীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তার মাথা ফেটে সঙ্গাহীন হয়ে পড়লে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় রোববার সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।