ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রধান শিক্ষক মনিরা পারভীন, পীর মোহাম্মদ, মোশারফ হোসেন মোড়ল, কাউস আলী, মহাসিন বিশ্বাস, তাপস কুমার বিশ্বাস, আঃ হাই গাজী, গোলাম মোস্তফা, প্রেমচাঁদ দাস, ইকবাল কবির, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, জুলফিকার আলী, মোজাফ্ফর হোসেন, জামান সরদার প্রমুখ। সভায় প্রধান অতিথি প্রতিষ্ঠান প্রধানদেরকে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিধি মেনে প্রতিবেদন তৈরী, মূল্যায়ন, অনলাইন ক্লাস নেয়াসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন ।