ফুলতলা প্রতিনিধিঃ ফুলতলার যুগ্নিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা পারভীন (৫৩) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২কন্যা ও ১পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রোববার বাদ জোহর আলকা বায়তুল মামুর জামে মসজিদে চত্ত্বরে মুন্সী আঃ সামাদের ইমামতিতে প্রথম নামাজে জানাযা এবং ডুমুরিয়ার দক্ষিণ মিকশিমিল শ্বশুর বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রহমান সরদার, শিক্ষক নেতা মোঃ মুরাদুল ইসলাম, শিক্ষক মোঃ আলম সরদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, জিএম রফিকুল ইসলাম, মুরাদুল ইসলাম, শিহাব উদ্দিন ওমর, গাজী শহিদুল ইসলাম, মোক্তার হোসেন, আইনুল হক, নিরোদ কুমার গোলদার প্রমুখ।