ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ নারীর প্রতি সহিংসতা নিরসন, যৌতুক, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে তৃনমুল পর্যায়ে জনসচেতনামুলক সভা ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় ৪ নং ফুলতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনের অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) রুলি বিশ্বাস, ওসি মাহাতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন। স্বাগত বক্তৃতা করনে ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রধান শিক্ষক গাজী আঃ হাইসহ œ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, এবং স্কাউসবৃন্দ।