ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে সেমিনার ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শিমুল চক্রবর্তী, ভেটেনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাজমুছ সাকিব,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল কাশেম, হিসাব রক্ষণ কর্মকর্তা তাসমিন সুলতানা, রিসোর্স ইন্সটেক্টর মোঃ রবিউল ইসলাস, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহাসান ইয়াসমিন প্রমুখ। পরে বক্তৃতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।