ফুলতলা অফিসঃ ফুলতলা উপজেলা রিসোর্স সেন্টার আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহাকারী শিক্ষকদের ইংরেজী বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শনিবার সকালে ফুলতলার আলকা পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও পারভীন সুলতানা। উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সহকারী শিক্ষক রাবেয়া পারভীন ও সাবিনা ইয়াসমিন। কর্মশালায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।