ফুলতলায় ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টারের বাড়ির চুরি যাওয়া মালামাল উদ্ধার চোর আটক

প্রকাশঃ ২০২১-০৮-১২ - ০০:১২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// থানা পুলিশ গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার বি এম নজরুল ইসলামের ফুলতলার আলকা গ্রামস্থ বাড়ি থেকে চুরি যাওয়া ফ্রিজ, পানির মটর, সেলাই মেশিন, আইরনসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোর মিরু মোল্যা (২৪) কে আটক করে। সে ঐ গ্রামের আব্দুল আজিজ মোল্যার পুত্র।
পুলিশ জানায়, পরিবারের কেউ বাড়ি না থাকায় গত ১১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে কোন এক সময় নজরুল ইসলামের বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে চোরেরা ফ্রিজ, পানির মটর, সেলাই মেশিন, আইরন, সোফাসেটসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে নজরুল ইসলামের স্ত্রী শিরিনা ইসলাম বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা (নং-১৩, তারিখ-২৩/০৭/২১) করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিতাভ সন্যাসীর নেতৃত্বে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে ফুলতলা বাজারের মুরগী ব্যবসায়ী আজিজ মোল্যার পুত্র মিরু মোল্যাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মিরু মোল্যার নিজ বাড়ি থেকে পানির মটর, সোফাসেট, আয়রন ও অন্যান্য মালামাল এবং তার শ^শুরবাড়ি ডুমুরিয়া থানার কোমরাইল এলাকা থেকে ফ্রিজ উদ্ধার করে। বুধবার দুপুরে আসামী মিরু মোল্যাকে আদালতে প্রেরণ করা হয়।