ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার বেজেরডাঙ্গায় এলাকায় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ৪০০ রোগীকে বিনা মুল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিএনএসবি চক্ষু হাসপাতালের (বাদামতলা) সার্বিক সহযোগিতায় বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের বাস্তবায়নে বেজেরডাঙ্গা রেলস্টেশন চত্ত¡রে এই সেবা দেওয়া হয়। বিনামুল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি সিহাব উদ্দিন ওমর।
এতে চিকিৎসা সেবা দেন ডাঃ সেলিনা খাতুন। তাকে সহযোগিতা করেন বিএনএসবির প্রতিনিধি মিজানুর রহমান ও ব্র্যাকের প্রতিনিধি মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, ব্যাংক কর্মকর্তা সুমন নাগ, সেকেন্দার আলী, শিক্ষক দেলোয়ার হোসেন, আবু সাঈদ আকাশ, মফিজুর রহমান মিঠু, বশির আহমেদ, আজিজুর রহমান, সোহাগ শেখ প্রমুখ।