ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বিয়ের ৭দিনের মাথায় ফুলতলার ছাতিয়ানী গ্রামে সাবানা বেগম (২২) নামে এক গৃহবধুর আত্মহত্যা। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ফুলতলার ছাতিয়ানী দিঘিরপাড় এলাকায়।
এলাকাবাসি ও পারিবারিক সূত্র জানায়, গত ২৬ জুন শুক্রবার ডুমুরিয়া থানার চেচুড়িয়া গ্রামের রিপন হোসেনের সাথে সাবানা বেগমের পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই ছাতিয়ানী গ্রামের গাজী শহিদুল ইসলামের কন্যা সাবানা বেগম শুক্রবার রাতে সবার অলক্ষে নিজ ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন টের পেয়ে দ্রæত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে। পরে ময়না তদন্ত শেষে শনিবার বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। ছাতিয়ানী দিঘিরবাজার মসজিদ মাঠে সন্ধ্যার পর নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে।