ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বিয়ে ভেঙে যাওয়ায় আশংকায় ফাতেমা বেগম (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটে রোববার সন্ধ্যায় ফুলতলার দামোদর জমাদ্দার পাড়ায়। সে ঐ গ্রামের মাসুদ রানার কন্যা।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঢাকার কর্মরত এক ছেলের সাথে কিশোরী ফাতেমার বিয়ে ঠিক হয় এবং এনগেজমেন্ট স্বরুপ নাক ফুল পরিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগও হতো। কিন্তু মোবাইল ফোনে ছেলে পক্ষ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। অপরদিকে বিয়ে ভেঙে যাওয়ার আংশকায় রোববার সন্ধ্যায় ফাতেমা ঘরের আড়ার সাথে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দ্রæত তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন। এ ব্যাপারে ফুলতলা থানায় অপমৃত্যু মামলা (নং-২৩) হয়েছে। সোমবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।