ফুলতলায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী

প্রকাশঃ ২০২০-০৬-২৮ - ২০:৩৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন, আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে নিজ নিজ আঙিনায় একটি করে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষ রোপন অপরিহার্য।

গাছ লাগাও, পরিবেশ বাঁচাও-এই শ্লোগানকে সামনে রেখে রোববার বিকালে ফুলতলা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সম্মুখে বৃক্ষরোপনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, জেলা নেতা অসীত বরণ বিশ্বাস, শেখ মোঃ আবু হানিফ, এম এ রিয়াজ কচি, মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শহিদুল ইসলাম মোল্যা, অজয় নন্দী, শহিদুল্লাহ প্রিন্স, আশারফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, রবিন বসু, মঈনুল ইসলাম নয়ন, নূর হোসেন অঞ্জন, ইকতিয়ার উদ্দিন সুমন, শিহাব হোসেন, তাসমীর আহমেদ প্রমুখ।