তাপস কুমার বিশ্বাসঃ সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকের নিকট থেকে বোরো ধান ক্রয়ের জন্য রোববার বেলা সাড়ে ১১টায় ফুলতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে খুলনা জেলা প্রশাসনের উদ্ভাবিত “কৃষকের হাসি” মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়। ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ জিয়াউর রহমান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রীনা খাতুন, খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, কৃষক প্রতিনিধি রবিউল ইসলামসহ কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার প্রতিনিধিবৃন্দ।
প্রসঙ্গতঃ সরকার কৃষকের নিকট থেকে ২৬ টাকা দরে ৫১৪ মেট্রিকটন বোরোধান ক্রয় করবে। গতকাল (রোববার) থেকে নিবন্ধন শুরু হয়ে আগামী ১৬ মে পর্যন্ত চলবে। নিবন্ধিত কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে ধান ক্রয়ের জন্য কৃষকের তালিকা প্রনয়ন করা হবে। প্রত্যেক তালিকাভুক্ত কৃষক সর্বোচ্চ ১ মেট্রিকটন ধান বিক্রি করতে পারবে। এ সময় কৃষকদের পক্ষ থেকে রেজিষ্ট্রেশনের সময় বৃদ্ধির দাবি জানানো হয়।