ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় ভ্রাম্যমান ধান ছাটাই মেশিন দুর্ঘটনায় সোহেল মোল্যার (৩৭) খুলনার একটি ক্লিনিকে শনিবার সকালে মৃত্যু হয়েছে। তিনি ফুলতলার বরণপাড়া গ্রামের শামসুর রহমান মোল্যার একমাত্র পুত্র। পারিবারিক সূত্র জানায়, সোহেল মোল্যা ভ্রাম্যমান ধান ছাটাই মেশিন বানিয়ে বুধবার সকালে গ্রামে ধান ভাঙানো শুরু করেন। মেশিনে দ্রুটি দেখা দিলে নতুন হাট এলাকায় লেদ মেশিনের ঘরে আসার পথে পদ্মা সল্ট এর সামনে গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল (শনিবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১ কন্যা, পিতা-মাতসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বাদ আছর জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।