খুলনা অফিস : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফুলতলা থানা এলাকা হতে ১৯ (উনিশ) এ্যালকোহল যুক্ত black devil BELGIAN BEER সহ ০১ জন গ্রেফতার। খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ১১/০৬/২০২০ তারিখ ১৬.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন আলকা গ্রামস্থ চৌদ্দমাইল সুপার জুট মিলের বিপরীত পাশে সুপার ইট ভাটার সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ আলমগীর পারভেজ (৪২), পিতা- মৃত ফজলুল রহমান, মাতা- মৃত রোকেয়া বেগম, বাড়ী নং-১৪৩, কেডিএ বাউন্ডারী রোড, দৌলতপুর, কেএমপি, খুলনাকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১৯ (উনিশ) বোতল এ্যালকোহল যুক্ত নষধপশ ফবারষ ইঊখএওঅঘ ইঊঊজ উদ্ধার পূর্বক ১১/০৬/ ২০২০ খ্রিঃ তারিখ বিকাল ১৬.৫৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে ফুলতলা থানায় উপরোক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।