ফুলতলা (খুলনা) প্রতিনিধি : থানা পুলিশ ১০পিচ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী রাজা (৪০) কে আটক করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করে। সে বাজারস্থ হাজী মার্কেট সংলগ্ন আব্দুল গনি বক্স এর পুত্র ও জননী মোবাইল লিংক এর সত্তাধিকারী। পুলিশ জানায়, মোবাইল ফোন ব্যবসায় আড়ালে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যায়। ইতিপূর্বে সে আরও তিন দফা ইয়াবাসহ আটক হলে ভ্রাম্যমান আদালত তাকে দু’দফা কারাদন্ডাদেশ প্রদান করেন। তবে স্বল্প সময়ের ব্যবধানে জামিনে বেরিয়ে এসে ফের মাদক ব্যবসা শুরু করে। প্রসঙ্গতঃ সোমবার রাত আনুমানিক ৮টায় থানা পুলিশ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকেই ১০পিচ ইয়াবাসহ তাকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।