ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সামাজিক ও পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের উপ-পরিচালক তোফাজউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস নাজমুস সাকিব। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মেরিন ফিসারিজ প্রজেক্টের খুলনার সহকারী প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল-মামুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিস অফিসার কচি খানম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসমা হক আইরিন, ক্ষেত্র সহকারী আঃ রউফ, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, ইউপি সদস্য মোঃ শামীম সরদার প্রমুখ।