ফুলতলায় রাজীব ভুঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২১-০৪-২৩ - ২০:২২

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় রাজীব ভুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মটরশ্রমিক, ইজিবাইক ও থ্রি-হুইলার চালক এবং সংবাদপত্র হকার্সদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুত্রবার বিকালে শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেনের চেয়ারম্যান ও আইয়ান জুট মিলস লিমিটেড এর পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসি মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপম মিত্র, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, প্রভাষক মাজহারুল ইসলাম, বণিক কল্যাণ সোসাইটির সহ সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস, দপ্তর সম্পাদক আবুল খায়ের আবু গাজী, অনুপ কুমার বিশ্বাস, রমজান আলী মিন্টু প্রমুখ।