ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এসএসসি (ভোকেশনাল) শাখার সহকারী শিক্ষক এবং খুলনা টিটার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এর সহযোগি অধ্যাপক টিটভ বিশ^াসের স্ত্রী পূরবী বিশ্বাস (৪৮) সোমবার সকালে খুলনার রেলিগেঁস্থ ভাড়া বাড়িতে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির প্রতিনিধি ও শিক্ষক-কর্মচারীবৃন্দ। বিবৃতিদাতারা হলেন প্রতিষ্ঠানের সভাপতি ও সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল্লাহ সরদার, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক শেখ দেলোয়ার হোসেন, শিক্ষক সন্দিপণ রায়, গোলাম কিবরিয়া, খুকু কুন্ডু, নাজমা সুলতানা, নিরঞ্জন প্রসাদ বিশ^াস, ইমরান হোসেন হিরো, রিপন বৈরাগী, গাজী আবু জাফর, নির্মল কান্তি দাস, রেহেনা খাতুন, জিয়াউর রহমান, মঈন উদ্দিন ময়না, প্রভাষক অলিম্পিক বিশ্বাস, নৃপেন মন্ডল প্রমুখ। অনুরুপ এক বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব ফুলতলার সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সেকেন্দার আলী রাজু প্রমুখ।