ফুলতলায় শপিং এর টাকায় অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার দিলো ছাত্রলীগ

প্রকাশঃ ২০২০-০৫-২৩ - ১৮:৪২

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাই সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ স্বেচ্ছায় অসহাই মানুষের পাশে দাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় খুলনা জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও জেলা আওয়ামীলীগ এর সাবেক সহ-সভাপতি বি এম এ সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল ও জেলা আওয়ামীলীগ এর সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসলাম খান এর সার্বিক তত্ত্বাবধায়নে খুলনা জেলা ছাত্রলীগ এর সাবেক ছাত্রলীগ নেতা দ্বীপ পান্ডে বিশ্ব ও জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশারের অনুপ্রেরনায় নিজ শপিং এর টাকায় ৫০ জন অসহাই মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে পৈছে যান ফুলতলা উপজেলা ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম বাঁধন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাদমান খান সুপ্ত, বি এম লিপু, সাকিব হোসেন,ফয়সাল সরদার, আসিকুল ইসলাম, আবরার অপু, রিত্তিক সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।