ফুলতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশঃ ২০১৭-১২-১৪ - ১৯:০০

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় এক আলোচনা সভা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) পিংকি সাহা, ওসি আসাদুজ্জামান মুন্সী, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রকৌশলী শেখ শামসুল আলম, ডাঃ সুষেন হালদার, মৎস্য কর্মকর্তা মোল্যা এমদাদুল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত কবীর, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফরুজ্জামান প্রমুখ। এদিকে সন্ধ্যায় ফুলতলা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুরুপ এক আলোচনা সভা শেখ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি বিএম এ সালাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা সরদার শাহাবুদ্দিন জিপ্পী, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, এস রবীন বসু, শহিদুল্লাহ প্রিন্স, মোল্যা রবিউল ইসলাম, শাপলা সুলতানা লিলি, বেগম শামসুন্নাহার, আনছার বিশ্বাস, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, ইকতিয়ার উদ্দিন সুমন প্রমুখ।