ফুলতলায় শারদীয় দূর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশঃ ২০২১-১০-০৩ - ১৯:১৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপনের লক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। পূজা পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, আবাসিক প্রকৌশলী উৎপল চন্দ্র দে। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কাশেম, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা নেতা সুশান্ত বৈরাগী, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, শেখর চন্দ্র, বিশ^নাথ মন্ডল, রনজিৎ কুমার বোসসহ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।