ফুলতলা (খুলনা) প্রতিনিধি: শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনার ফুলতলা ফাতেমা নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি কাজী মনিরুল ইসলাম মনির। শেখ আসলাম হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আছম আঃ রহিম, কাজী শফিকুল ইসলাম পিন্টু, এস কে সাদ্দাম হোসেন, রবিন কুন্ডু, মোস্তফা জামান, মোঃ শামীম হোসেন, মারুফ মোল্যা, রেজাউল মোল্যা, মোঃ আসাদুজ্জামান সিকদার, হাবিবুর রহমান শেখ, আব্দুল্লাহ বিশ্বাস, সজীব শেখ, সাকিল মহলদার, বিজয় কৃষ্ণ, মোঃ আলামিন, রুমন শেখ, টুকু মহলদার, সবুজ শেখ প্রমুখ। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জন্মদিনের কেক কাটা হয়।