ফুলতলায় সহকারী কমিশনার রুলী বিশ্বাস মাস্ক ব্যবহার না করায় ১০ ব্যক্তির জরিমানা

প্রকাশঃ ২০২১-০৪-০২ - ১৩:৫৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফুলতলার আফিলগেট এলাকায় বৃহস্পতিবার দুপুরে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১০ ব্যক্তিকে ৪ হাজার ৮’শ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এ সময় তিনি সংক্রমন প্রতিরোধ আইনের মামলায় অভিযুক্ত১৪ ব্যক্তিদের মধ্যে দন্ডপ্রাপ্তরা হলেন মামুন ১হাজার, হাসিম ২শ’ টাকা, শান্তা ৫’শ টাকা, সোহরাব ১হাজার, আক্তার ১ হাজার, জাকের ২শ’, অহিদুজ্জামান ২শ’, লিমন ২শ’, মামুন ২শ’, রাফি ৩শ’ টাকাসহ জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় পেশকার খান পান্না মিয়া উপস্থিত ছিলেন।