ফুলতলা (খুলনা) প্রতিনিধি//ফুলতলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তীর মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন বৃহস্পতিবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন। উপজেলা চত্বরে অনুষ্ঠিত মেলা প্রাঙ্গনে শিশুদের নিয়ে কেক কাটার পর বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা। এ সময় আরও উপস্থিত ছিলেন ওসি মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য বিলকিস আক্তার ধারা, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, উপজেলা প্রকৌশলী ইয়াছির আরাফাত, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সরদার মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আবু মুছা, নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম প্রমুখ। এর আগে সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন এবং সুবর্ণজয়ন্তীর র্যালি বের হয়। এছাড়া শিশুদের অংশ গ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে কেক কাটা ও আলোচনা সভা প্রতিষ্ঠানের সভাপতি শিল্পপতি আলহাজ¦ হাসান ইমামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য বিলকিস আক্তার ধারা, মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু। জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ গাজী মারুফুল কবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ নজরুল ইসলাম, প্রভাষক তাপস কুমার মজুমদার প্রমুখ। গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিচালনা কমিটির সদস্য মোঃ জিয়াউর রহমান মোল্যা, ইকবাল হোসেন খাঁ, শিক্ষক কায়েদে আজম বিশ্বাস, আজাদ হোসেন গাজী, নীলরতন মন্ডল, অনুপ বিশ^াস প্রমুখ। ফুলতলা কুরিমুনেচ্ছা মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক ডাঃ শফিউদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিচালনা কমিটির সদস্য ফজলে খোদা বাচ্চু, আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক বিশ্বনাথ কুন্ডু, প্রতিষ্ঠানের পরিচালক শিবলী সাদিক।