ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলকে নেতৃত্ব শুন্য করতে একের পর এক জনপ্রিয় নেতাদের হত্যা করছে। যে কারণে জনপ্রতিনিধিদের হত্যাকারীদের আটক ও তাদের কোন বিচার করছে না। মাদক ও মাদক ব্যবসায়ীদের নির্মূলের নামে বিচার বহির্ভূতভাবে মানুষ খুন করা হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের ভোট ডাকাতির নির্বাচনে প্রমান হয়েছে যে, এ সরকারের অধীনেকোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
শুক্রবার বিকালে ফুলতলার নতুন হাট এতিমখানা চত্বরে অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু’র প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএনপি নেতা সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সহ-সভাপতি ডাঃ গাজী আব্দুল হক, বিএনপি নেতা অধ্যক্ষ তরিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা ফকরুল আলম, জুলফিকার আলী জুলু, আসাদুজ্জামান মুরাদ, বেগ আমজাদ আলী, মুরশিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, শামীম কবির, ইবাদুল হক, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, বণিক সমিতির সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মোল্যা নান্না, আহসানুল হক লড্ডন, শেখ লুৎফর রহমান, সৈয়দ ফজলুল আলম সেলিম, জি এম শফিকুল ইসলাম, শেখ আঃ সালাম, গাজী ফজলুল হক, আলহাজ্ব হারুন অর রশিদ, জামাল হোসেন ভুইয়া, সরদার তাহেরুল ইসলাম, মহিউদ্দিন শেখ, শেখ আঃ হালিম, সৈয়দ আল শাকিল, হালিম সরদার, জুয়েল ভুইয়া প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ শেখ সাফায়েত করিম।