ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুর চতুর্থ শাহাদাৎ বার্ষিকী আগামীকাল (মঙ্গলবার)। এ উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দামোদর ইউনিয়নের এতিমখানা সমূহে ও স্থানীয় দলীয় কার্যালয়ে কোরআনখানি, বাদ আছর নতুনহাটস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। সাবেক এমপি ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ গাজী আঃ হকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান বক্তা খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি থাকবেন সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ আমির এজাজ খান। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও প্রায়ত নেতা সরদার আলাউদ্দিন মিঠুর ভাই মোঃ সেলিম সরদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। প্রসঙ্গতঃ ২০১৭ সালের ২৫ মে রাত সাড়ে ৯টায় তরুণ উদীয়মান নেতা ও জনপ্রিয় জনপ্রতিনিধি সরদার আলাউদ্দিন মিঠু ফুলতলা নতুনহাটস্থ নিজ কার্যালয়ে অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হন।