ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপির সুস্থতা কামনায় পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে এক প্রার্থনা সভা বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দামোদর সাহাপাড়া মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।
মন্দির কমিটির সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সনজিৎ বসু, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক প্রেমচাঁদ দাস, বিশ্বনাথ মন্ডল, বিকাশ রায়, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, প্রবীর হালদার, শেখর সুর, রবীন কুন্ডু, বিপ্লব রায়, মহাদেব দাস, সঞ্জয় গোষ্মামী, পার্থ চক্রবতীর্ প্রমুখ।