ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সোনালী ব্যাংক ফুলতলা শাখার গ্রাহক সেবা মাসের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় ব্যাংক ভবনে শাখা ব্যবস্থাপক শেখ তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাদিয়া আফরিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, কাজী আশরাফ হোসেন আশু, সমাজসেবক কওছার আলী জমাদ্দার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফরুজ্জামান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, হিসাব রক্ষক কর্মকর্তা তাসনিম সুলতানা, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস,সাংবাদিক শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মুক্তিযোদ্ধা মনজেল সরদার, আঃ গনি বক্স, শিক্ষক মুরাদ হোসেন, ব্যাংক কর্মকর্তা শাহীনা খাতুন, মোঃ জাকারিয়া হোসেন, তপন কুমার সিংহ, কিশোর কুমার রায়, সুদীপ রায়, দেবাশিষ কুমার দে, মোঃ হামিদুর রহমান, মোঃ রিয়াদুল কবির, জ্যোতি প্রকাশ মন্ডল, অনু দত্ত প্রমুখ। পরে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।