ফুলতলায় স্বেচ্ছাসেবক লীগের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২২-০৪-২৫ - ১৮:৩৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে সোমবার দুপুরে দলীয় কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অজয় কুমার নন্দী। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহান রাসেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, কামরুজ্জামান নান্নু প্রমুখ।