ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ থানা পুলিশ রোববার দিবাগত রাতে ফুলতলার পয়গ্রাম খেয়াঘাট এলাকা থেকে ১২৫ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করে। আটককৃতরা হলো আলকা কলেজপাড়ার শাহাজান মৃধার পুত্র রাসেল মৃধা (২২), পয়গ্রামের সালাম ফারাজির স্ত্রী রহিমা বেগম (৪০) এবং অভয়নগরের সমশপুর গ্রামের ওয়াজেদ আলী গাজীর পুত্র ইফাত গাজী (৩৫)।
পুলিশ জানায়, রোববার রাত ১১টায় ফুলতলার পয়গ্রাম খেয়াঘাট এলাকায় সৌদি প্রবাসী সালাম ফারাজির বাড়িতে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারীকে আটক করা হয়। তার পোল্ট্রি খামার থেকে ১০৩ পিচ ইয়াবাসহ রাসেল মৃধা, ১২ পিচ ইয়াবাসহ ইফাত গাজী ও ১০পিচ ইয়াবাসহ রহিমা বেগমকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা (নং-৭) হলে সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।