ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনার ফুলতলায় রাজীব ভুঁইয়া ফাউন্ডেশন আয়োজিত ১৬ দলীয় আইয়ান টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের রোববারের খেলায় আইয়ান কিংস জয়ী হয়েছে। উপজেলা ডাবুর মাঠে অনুষ্ঠিত খেলায় ক্রিকেট ফ্যানস্ রাজঘাট টসে জিতে আইয়ান কিংসকে প্রথমে ব্যাটে আমন্ত্রন জানায়। ১৯ ওভার ২ বলে সবকটি ইউকেট হারিয়ে আইয়ান কিংস ২০৬ রান সংগ্রহ করে। জবাবে ক্রিকেট ফ্যানস্ রাজঘাট ১৪ ওভার খেলে সবকটি ইউকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। ফলে আইয়ান কিংস ৮০ রানের বিশাল জয় পায়। বিজয়ী দলের অধিনায়ক রনি ৩২ রান ও বল হাতে ২ ইউকেট নিয়ে ম্যান অব দা ম্যাচের পুরস্কার পান। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ জহিরউদ্দিন রাজিব ভুঁইয়া মাঠে থেকে খেলাটি উপভোগ করেন। পরে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ভুইয়া, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো ও অনুপম মিত্র উভয় দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।