ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ থানা পুলিশ বেলা ১১টায় ফুলতলা বাসষ্টান্ড এলাকার বকুলের চায়ের দোকান থেকে ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো যশোর ঝিকরগাছার গৌরছুটি গ্রামের মৃতঃ আতাউল হকের পুত্র মোঃ মহিদুল ইসলাম (৪৭) ও বেনাপোল পোর্ট থানার বঘুনাথপুর গ্রামের মোঃ আজিবর রহমানের পুত্র মোঃ জুয়েল সরদার (৩৬)। পরে স্বীকারোক্তি অনুযায়ী তাদের সহযোগি অভয়নগরের চন্দ্রপুর গ্রামের মোয়াজ্জেম খানের পুত্র মিজান খান (২৯) কে আলকা গ্রাম থেকে আটক করা হয়। এ ব্যাপারে এসআই আবুল কাইয়ুম বাদি হয়ে থানায় মামলা (নং-১৬, তারিখ-২৮/৫/২১) করেন। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে ওসি মাহাতাব উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে মাদক পাচারের জন্য রুট হিসাবে ফুলতলা ব্যবহার করে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।