ফুলতলায় ২নারীসহ ৭ ব্যাক্তির করোনা পজেটিভ

প্রকাশঃ ২০২০-০৬-০৮ - ২০:২৮

তাপস কুমার বিশ্বাসঃ খুলনার ফুলতলায় নতুন করে আরও ২ নারীসহ ৫ ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রন্তরা হলো উপজেলার ইস্টার্ন মিলস লিমিটেডের ডেপুটি ম্যানেজার (একাউন্স এন্ড ফাইনান্স) মোছাঃ শারমীন আক্তার (২৭), একই মিল শ্রমিক ও অভয়নগরের নাউলী গ্রামের মোঃ ইবাদ আলী শেখের পুত্র মোঃ আজিজুর শেখ (৩৮), মিল শ্রমিক ও একই গ্রামের আজিবর শেখ এর স্ত্রী পারুল বেগম (২৯) এবং মিল শ্রমিক ও ফুলতলার (এম এম কলেজের পাশে) পয়গ্রামের কামরুজ্জামান ওরফে সনুর পুত্র মেহেদী হাসান (২৫)। গত ৩ জুন করোনা ভাইরাস পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হলে রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর কোভিট-১৯ এ পজেটিভ রিপোর্ট আসে। এ ছাড়াও ফুলতলার দামোদর সাহাপাড়া এলাকায় দূর্গাপদ সাহার পুত্র সুমন সাহা (৩৮) এর গত ৩০ মে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হলে সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর কোভিট-১৯ এ পজেটিভ রিপোর্ট আসে। এদিকে ফুলতলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ও খুলনা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান জানায়, পজেটিভ রিপোর্ট আসার আগ পর্যন্ত আক্রান্ত সকলেই পরিবার ও জনসংস্পর্শে ছিল। ফলে তাদের থেকে বিভিন্ন ব্যাক্তি সংক্রমিত হতে পারে বলে আশংকা। যদিও পজেটিভ রিপোর্ট পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে সকলের বাড়িতে লকডাউন দেয়া হয়। প্রসঙ্গতঃ এর পূর্বে ঐ মিলের উপ-ব্যবস্থাপক (এক্সপোর্ট) মোঃ পারভেজ হোসেন (৪৩) ও ফুলতলায় আগত পুলিশের এএসআই মাহমুদ (৩২) এর শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।