ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উদ্যোগে খাদ্য নিরাপত্তায় বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার দিনব্যাপী ফুলতলা সরকারি বালিকা বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সহাকারী শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রেসক্লাব সভাপতি ও প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক ড. জাকির হোসেন, মাহফুজা খানম, প্রভাষক আঃ সালাম, সৈয়দা ইসমত আরা, প্রধান শিক্ষক ইকবাল কবির, প্রেমচাঁদ দাস, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, জুলফিকার আলী, শিক্ষক অনিমেশ দাস, মাহমুদুল হক প্রমুখ। প্রতিযোগিতায় জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের আসিফ ইফতেখার জসি মাধ্যমিক পর্যায়ে এবং একই প্রতিষ্ঠানের মাসুমা আক্তার সুমা কলেজ পর্যায়ে প্রথম হয়।