ফুলতলা অফিসঃ থানা পুলিশ ফুলতলার শিকিরহাট এলাকা থেকে ৮টি গাঁজার গাছসহ শুকুর আলী (৪০) এবং জেলা গোয়েন্দা পুলিশ পায়গ্রাম কবসায় এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গোলাম রসুল (৪৫) কে আটক করে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বেলা ২টায় শিকির হাটস্থ লুৎফর শেখের স’মিল এলাকায় অভিযান চালিয়ে মিলের তত্বাবধায়ক শুকুর আলীকে আটক এবং তার স্বীকারোক্তি অনুযায়ী মিল সংলগ্ন বাগান থেকে ৮টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। আটককৃত শুকুর সাতক্ষীরার কালিগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের ধীরাজতুল্য সরদারের পুত্র। এ ব্যাপারে এসআই বোরহান উদ্দিন বাদি হয়ে মামলা করেন। এদিকে জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার রাত সাড়ে ৯টায় ফুলতলার পায়গ্রাম কসবা মাধ্যমিক ্িবদ্যালয় এলাকা থেকে গোলাম রসুলকে নীল রং এর পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজাসহ আটক করে। সে দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের মৃতঃ জুলমত আলী শেখের পুত্র। এ ব্যাপারে এসআই অর্জুন কুমার দাস বাদি হয়ে মামলা করেন।