ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ
সোমবার সকাল ১০টায় ফুলতলা ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশন পরিষদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার মহসিনা আক্তার বানু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ বেগম। ইউপি সচিব তানভীন আক্তার ডলির পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, মোল্যা মাহমুদুর রহমান চয়ন, মোঃ খলিলুর রহমান খলিল, মোঃ আলমগীর হোসেন মোল্যা, মোঃ মহিউদ্দিন, মোঃ ফেরদৌস মোল্যা, মোঃ বকতিয়ার হোসেন, মোল্যা আলী আজম মোহন, আঃ ওহাব, সংরক্ষিত মহিলা সদস্য সোনালী আক্তার, কবিতা বেগম, হালিমা বেগম। সভায় ২০১৬-১৭ আর্থিক বছরের জন্য এক কোটি ৫৯ হাজার ৭শ’ ১৭ টাকার বাজেট ঘোষনা করা হয়। তারিখ-৩১/০৫/১৬ইং।