ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা এম এম কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের নবীন বরণ এবং শেষ বর্ষের বিদায় অনুষ্ঠান শনিবার বেলা ১১টায় ফজলুল বারী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও ও কলেজ পরিচালনা পর্যদের সভাপতি সাদিয়া আফরিন, ওসি মোঃ ইলিয়াস তালুকদার, শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, কমিটির সদস্য মোঃ সেলিম আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, অধ্যক্ষ আবু দাউদ, অধ্যক্ষ মোঃ খায়রুল বাশার, অধ্যক্ষ পীযূষ হীরা, সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন, ফিরোজা আক্তার বানু, ড. জাকির হোসেন, ফুটলাল দত্ত, মামুনার রশিদ, সেলিম হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিমান নন্দী, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, মহাসিন বিশ্বাস, গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।