ফুলতলা (খুলনা) অফিসঃ খুলনার ফুলতলা বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির প্রতিবাদ, চোরদের আটক, বণিক কল্যাণ সোসাইটির সহসভাপতি রবীন বসুর উপর হামলার প্রতিবাদ এবং অবিলম্বের হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ফুলতলা বাজারে লাগাতার ধর্মঘট ডাকা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে এ ধর্মঘট শুরু হয়।
শনিবার রাত ৮টায় ফুলতলা বাজারের গামছা চান্দিনা চত্বরে বণিক কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দারের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সোসাইটির সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, সহসভাপতি রবিন বসু, যুগ্ন সম্পাদক এস কে মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক শেখ মাসুম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান, সদস্য মোঃ ইলিয়াস মোল্যা, রকিবুল ইসলাম, সাগর গাজী, মোঃ শাহীন হোসেন প্রমুখ বক্তৃতা করেন। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ফুলতলা বাসষ্টান্ড এলাকার দুটি প্রতিষ্ঠানে চুরি ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করলেও অজ্ঞাত কারণে তাদের ছেড়ে দেয়া হয়। গতকাল বিকালে বণিক নেতা রবিন বসুর উপর কতিপয় ব্যক্তি সন্ত্রাসী হামলা করে। নেতৃবৃন্দ অবিলম্বে চোরদের এবং বণিক নেতার উপর হামলাকারীদের আটকের দাবিতে ফুলতলা বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান লাগাতার ধর্মঘট কর্মসূচির ঘোষনা দেন। এর পূর্বে সন্ধ্যায় বণিক নেতার উপর হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নেয়। এ সময় ওসি মোঃ মনিরুল ইসলাম ও ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত’র হস্তক্ষেপে তারা রফিক সড়কে বিক্ষোভ করতে থাকে।